হা লং বে-তে বাংলাদেশের ৩২ প্রকল্প

২০ নভেম্বর, ২০১৯ ১৩:১৩  
ভিয়েতনামের হা লং বে-তে চলমান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে ১৬টি দেশের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ। ৩০ টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ৩২টি প্রকল্প এবং অ্যাপিকটার বিচারকমন্ডলীসহ এই লাল-সবুজের পতাকা বহন করছে ৯৫ সদস্যদের প্রতিনিধিদল। বুধবার (২০ নভেম্বর) শুরু হয়েছে প্রকল্প মূল্যায়ণ পর্ব। এই পর্বে নিজেদের উদ্যোগ ও উদ্ভাবন বিশ্ব-দরবারে তুলে ধরছেন বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯-এ পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংগঠন। প্রতিষ্ঠান বা সংগঠনসমূহ হল : অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড, হেলোটাস্ক লিমিটেড,অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, লঙ্কাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড, কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড, এটুআই, আইসিটি বিভাগ, শাটল, ইয়োডা, ইজিআর টেকনোলিজস লিমিটেড, টেকটেরেইন আইটি, সিএমইড হেলথ লিমিটেড, এখনি.কম লিঃ (বাগডুম ডটকম), এটুআই অ্যান্ড টেপওয়্যার,জেনেক্স ইনফোসিস লিমিটেড, স্কিল ডেভলোপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, সূর্যমুখী লিমিটেড,প্রাইডসিস আইটি লিমিটেড, সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস), ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, প্যারালাক্সলজিক ইনফোটেক, আইডিইবি আইওটি এবং রোবোটিক্স গবেষণা ল্যাব, এইচএমসফট লিমিটেড, পিএমস্পায়ার লিমিটেড, ক্র্যামস্ট্যাক লিমিটেড, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড,পাইন সলিউশনস লিমিটেড, এআরকম, সিগমাইন্ড, ও ফামাক্যাশ লিমিটেড। এদের মধ্যেই ২২ নভেম্বর পুরস্কৃত হবেন বিজয়ীরা। প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথমবারের মতো অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে বাংলাদেশ পুরস্কার জিতেছে। ২০১৭ তে বাংলাদেশ অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে ১টিতে চ্যাম্পিয়নশীপ ও ১৪টি ম্যারিট পুরষ্কার অর্জন করে। ২০১৮তে একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জনসহ ছয়টি পুরস্কার জিতে বাংলাদেশ।